ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ইটভাটায় অভিযান: দুই লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ৩১, ১২:৪৪ অপরাহ্ন
#

হাটহাজারীতে ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তিনটি ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন জানান, মাটি কাটার অনুমতি ও লাইসেন্স না থাকায় "ইটভাটা প্রস্তুত ও স্থাপন আইন ২০১৩" এর ১৫ ধারায় ডায়মন্ড অটো ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা, জেনারেল ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা, এবং এমবি ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video