ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৭ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুন্ডের ভাটিয়ারীতে তিনটি ছাগল সহ চার চোর আটক

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ২০২৪ মে ২০, ০৭:৪২ অপরাহ্ন
#

সীতাকুন্ডের ভাটিয়ারীতে তিনটি ছাগল সহ চার ছাগল চোর আটক।

জানাগেছে, সোমবার  সকাল দশটায় ভাটিয়ারী হাটহাজারী লিংক রোড ১ নং দক্ষিণ পাহাড়তলী  ৪নং নাচনি খোলা এলাকা থেকে কৃষক মোহাম্মদ মাহাফুজের তিনটি ছাগল চুরি করে সিএনজি অটোরিকশা যোগে পালিয়ে যায় চার চোর চক্র।

ঘটনা জানতে পেরে ছাগল মালিক  বড়দিঘীর পার এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে ভাটিয়ারী এলাকায় ফোন করে বিষয়টি জানালে সেখানে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চৌকিদার ভোলা, এজাহার মিয়া, মো শাহাজান ও আলাউদ্দিন সিএনজি সহ চুরি করা তিনটি ছাগল ও চার চোরকে আটক করলে চেয়ারম্যান নাজিমউদ্দীন  সীতাকুন্ড থানা পুলিশকে খবর দেয়।

পুলিশের উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে আটক চোরদের থেকে তিনটি মোবাইল ও ব্যাগ জব্দ করে ছাগল সহ চোরদের থানায় নিয়ে যায়।

আটককৃত চার চোর হলেন জসিম এর পুএ মো বাবলু (২৩) , আরব মিয়ার পুএ মো আবুল কালাম, মোহাম্মদ  হোসেন এর স্ত্রী বিউটি আক্তার (২৭), দিদারুল আলম এর স্ত্রী সাখি বেগম (৩২)।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video