চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের প্রতিবন্ধী জনাব শাহানা বেগম, পিতা মোহাম্মদ ইব্রাহিম-এর ঘরে বুধবার গভীর রাত ৩টা সময় আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এ খবর পেয়ে আজ সরজমিনে পরিদর্শনে যান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফখরুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সীতাকুণ্ড।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৬০০০ টাকা, ২ বান্ডিল টিন, ৩০ কেজি চাল এবং ৬টি কম্বল বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন