অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/আজহারুল ইসলাম, এসআই/লুৎফর রহমান সোহেল রানা, এএসআই/রাজু আহমেদ, এএসআই/শাহ আলম সহ ইং ০২/১২/২০২৪ তারিখ রাত ১০:০০ ঘটিকার চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক বি-ব্লক ০২নং রোড অভিযান পরিচালনায় করিয়া চান্দগাঁও থানার মামলা নং-২৬, তারিখ-২০/০৯/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭/৩০২/ ১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩ ক এর আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি-মোহাম্মদ একরামুল হক(২৯), পিতা-এনামুল হক, মাতা-নিলু আকতার, সাং-পূর্ব গোমদন্ডী, ইদ্রিস চেয়ারম্যান বাড়ি, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, এ/পি এক-কিলোমিটার, খরমপাড়া, ডিপুটি আবাসিক রোড, সারোয়ার কোম্পানির ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়
মন্তব্য করুন