ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় সন্ত্রাসী সৈয়দ আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ০১, ১০:৫৮ পূর্বাহ্ন
#
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসী, একাধিক মামলার আসামী সৈয়দ আলম (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন। পুলিশ জানায়, সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের তৈয়ার পাড়া এলাকায় আনোয়ারা বেগম ও তার পুরো পরিবারকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করতে হামলা চালিয়ে অমানবিক নির্যাতন চালায় এবং বাড়িঘর ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। এই মামলার দুই নম্বর আসামী সৈয়দ আলম। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্ঠা চালিয়ে আসছিলো পুলিশ। সোমবার তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে সৈয়দ আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video