নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ ফেব্রুয়ারী ২৩, ০৩:০৪ অপরাহ্ন
#
নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঁশখালীর পেশাদার সাংবাদিকদের সংগঠন বাঁশখালী প্রেসক্লাব।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কেই বাঁশখালী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঁশখালী প্রেসক্লাবের আহবায়ক দিলীপ তালুকদার, যুগ্ন আহবায়ক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি শাহ মোঃ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মু. আব্দুল জব্বার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক দেশ প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সকালের সময় প্রতিনিধি দিদার হোসাইন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মোঃ আফনান চৌধুরী,চট্টলা টোয়েন্টিফোর প্রতিনিধি মোঃ রিয়াদুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। দেশে সাংবাদিক নির্যাতনে বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন ঘটনা বার বার ঘটছে।
ঘটনার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।
মন্তব্য করুন