ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সম্মানহানি নয়, গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাই – শাহজাহান জুয়েল

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৬, ১২:২৪ অপরাহ্ন
#

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য গাজী মো. শাহজাহান জুয়েল বলেন, আমরা আগামী দিনে পটিয়ায় একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই। যে সমাজে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না। মানুষের সম্মান লুণ্ঠন করার কেউ থাকবে না।

চট্টগ্রামের পটিয়ায় হযরত আবু নাঈম শাহ আমিরী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অল নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আমির ভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান জুয়েল। আমিরী ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম আবুল মনসুর আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, প্রধান বক্তা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ ইদ্রিছ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল হক, সিডিএ'র বোর্ড মেম্বার নজরুল ইসলাম, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস পানু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুজিবুর রহমান, গাজী মো. মনির, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মিশকাত আহমেদ, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেল, আনোয়ার হোসেন মিয়া, আজাদ হাসান রিপন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি গাজী মো. শাহজাহান জুয়েল আরও বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। আমরা এমন কোনো কাজ করব না যেন আমাদের মাথা নিচু হতে হয়, আমাদের সম্মানহানি হয়। এমন মানুষের সঙ্গে চলব, এমন মানুষকে সহকর্মী কিংবা বন্ধু বানাব যেন সম্মানের সঙ্গে তাদের পরিচয় দিতে পারি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video