ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ১৬, ৩ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে পুলিশের অভিযানে ৬০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ০৮, ০১:০১ অপরাহ্ন
#

চট্টগ্রাম জেলার সম্মানিত মাননীয় পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায়, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. লাবীব আব্দুল্লাহ মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব এ. কে. এম. সফিকুল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ, সন্দ্বীপ থানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) এস. এম. আবু মুসা, তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০৭/০৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মতিয়া বোর্ডের রাস্তার মাথা নামীয় সোলেমানের গো নতুন বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে কামরুল (৪০), পিতা-মৃত মাখু মিয়া, মাতা-সাফিয়া খাতুন এবং জোহরা বেগম (৪০), স্বামী-মো. আবু তাহের

এই দুইজনকে ৬০৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও পলাতক আসামি আবু তাহের (৪৫) ঘটনাস্থলে পুলিশি অভিযান টের পেয়ে পালিয়ে যায়।

নছুয়া বেগম নামীয় এক নারী ঘটনাস্থলে পলিথিনে মোড়ানো ইয়াবা ফেলে কৌশলে পালিয়ে যায়। অভিযানকালে সর্বমোট ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬০৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা বর্তমানে থানার হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video