ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

শান্তিরহাট বাজারে আবু তৈয়ব সওদাগরের হত্যাচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৪:০২ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা শান্তিরহাট বাজারের ব্যবসায়ী মো. আবু তৈয়ব সওদাগরকে পরিকল্পিতভাবে চট্টগ্রাম শহরে ডেকে নিয়ে মো. ফরিদুর রহমান ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যাচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে শান্তিরহাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আবু তৈয়ব সওদাগর একজন অত্যন্ত উপকারী মানুষ, যিনি স্থানীয় হাসপাতালে জায়গা দান করেছেন এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এই ধরনের একজন মানবিক ব্যক্তিকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদ জানিয়ে তারা মামলার প্রত্যাহারের দাবি জানান। তারা এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তি দাবিও জানান।

এ সময় উপস্থিত ছিলেন আবু তৈয়ব সওদাগর, হাবিব, নুরনাহান, পলাশ মহাজন প্রমুখ ব্যক্তিবর্গ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video