ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে চট্টগ্রামে ১৩ তম জিয়া শিশু কিশোর মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০৪:০০ অপরাহ্ন
#

 

বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবর্তক শহীদ জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন এখানেই। রক্ত এখানে পড়ে আছে, ছুঁয়ে আছে মাটি। তাঁর আদর্শ শিশু কিশোরদের মনে সুন্দরভাবে বিলিয়ে দিতে হবে। বুঝাতে হবে সংগঠনের মূল লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও জিয়াউর রহমানের পরিকল্পনা গুলো। নারীদের বেশি করে এই কমিটি গুলোতে সম্পৃক্ত করতে হবে। কারণ তারা হচ্ছেন শিশুদের কাছে নিরাপদ। জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

গত ১৮ জানুয়ারি শনিবার রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ৮৯ তম জন্ম দিবস ও ১৩ তম জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম বিভাগ মহানগর, চট্টগ্রাম উত্তর, ও দক্ষিণ এক সমাবেশের আয়োজন করে। জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সভাপতিত্বে, কক্সবাজার জেলা জিয়া শিশু কিশোর মেলার আহবায়ক প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো চীফ ও জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাসান মুকুল, কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক হামিদুল হক চৌধুরী, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ সোহেল, কক্সবাজার জেলা সদস্য সচিব মোঃ শহীদুল্লাহ্, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া শিশু কিশোর মেলা আহবায়ক মোঃ জাফর আলী, উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, রাঙ্গুনিয়া।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video