ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাব-৭ অভিযানে চট্টগ্রামের ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৬, ০৫:১১ অপরাহ্ন
#

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের প্রতিষ্ঠাকাল ২৬ মার্চ ২০০৪ সাল থেকে অদ্যাবধি দেশব্যাপী বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় ৬,৭৬১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৪,৬৯৪ জন গ্রেফতারসহ ২০,৩৪২টি অস্ত্র, ২,৬৯,৯২১ রাউন্ড গোলাবারুদ ও ৭,৪৭৬.১ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং ১ লক্ষ ৫০ হাজারের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ ৬,২৯২ কোটি টাকা মূল্যমানের মাদক উদ্ধার করেছে।

পাশাপাশি ৫,৬৭৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৪,১৬৬ জন ভিকটিম উদ্ধার, মানবপাচারকারী ১,৮০৪ জন গ্রেফতারসহ ১,৪৫৭ জন ভিকটিম উদ্ধার, ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার ১৫,৭০৩ জন, জলদস্যু ও বনদস্যু গ্রেফতার ৯৯০ জন, প্রতারণার দায়ে গ্রেফতার ৭,৬৪৭ জনসহ অন্যান্য অপরাধে ২৮,৭৮০ জনকে আইনের আওতায় এনেছে র‌্যাব। এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব কর্তৃক ৯৬,৫০৭টি মামলা দায়ের ও ২,৫০০টি মামলা তদন্তাধীন রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট হতে অদ্যাবধি র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩৮২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১১৮ জন গ্রেফতার, অস্ত্র মামলায় ৮০ জন গ্রেফতারসহ ৪৮৪টি অস্ত্র ও ২০,০০০ রাউন্ডের বেশি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১,০০০-এর অধিক মাদক কারবারি গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব।

এছাড়া ১২৭ জন অপহরণকারী গ্রেফতার, ১১৪ জন ভিকটিম উদ্ধার, ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার ২০৮ জন, জেল পালানো ১১৮ জনসহ অন্যান্য অপরাধে ৮৭৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ছিনতাইকারী হাটহাজারী থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্রসহ অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক রাত ৯:৩০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল মধ্যম মার্দাশা সিকদার বাড়ি এলাকায় পৌঁছালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা মোঃ রাসেল (২৬), পিতা- শাহ আলম, সাং- বুলগাঁও, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার পরিহিত প্যান্টের কোমর থেকে একটি প্লাস্টিকের তৈরি কালো রঙের অস্ত্র সদৃশ খেলনা পিস্তল, ১টি লোহার তৈরি রামদা, কাঠের বাটযুক্ত সেভেন গিয়ার বিশিষ্ট ১টি ধারালো চাকু, একটি স্টিলের তৈরি বাটন ও ১টি লোহার তৈরি ছেনি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video