বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ও ১নং রাজানগর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ঐতিহ্যবাহী রানীরহাট বাজারে দোকানদার এবং সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাইমন, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইমরান আদর, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোহাম্মদ সাকিব জাবেদ, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোহাম্মদ আরফাত, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ফাহিম এবং রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোহাম্মদ সুমন প্রমুখ।
মন্তব্য করুন