চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃষ্টির কারণে সড়কের একপাশ ভেঙে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার শিকার হন এক অটোরিকশাসহ ড্রাইভার। বিষয়টি জানতে পেরে ইসলামপুর পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ি টু রানীরহাট সংযোগ সড়কের ভাঙা অংশে দ্রুত নিজেদের উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
রোববার (৬ জুলাই) সকালে সড়কটির ভাঙা স্থান সংস্কার করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য জমির উদ্দিন ইমন, ইসলামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সোহেল, ছাত্রনেতা ইমরুল হাসান, উপজেলা জিসাস-এর যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ গিয়াস, ছাত্রনেতা পারভেজ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, সহ-সভাপতি সেকান্দর প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সদস্য জমির উদ্দিন ইমন বলেন, অতিবৃষ্টির কারণে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ি টু রানীরহাট সংযোগ সড়কের দুপাশ ভেঙে পড়েছে। গতকাল সে ভাঙা অংশে এক অটোরিকশাচালক দুর্ঘটনার শিকার হন। যানবাহন ও সাধারণ মানুষের দুর্ভোগের কারণ দেখে আমরা নিজেদের উদ্যোগে সড়কটির সংস্কার করে দিয়েছি।
মন্তব্য করুন