ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে সার ও বীজ পেল ৩শ জন কৃষক

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ এপ্রিল ১৭, ০৬:৪২ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি পুনর্বাসন খাতের আওতায় আউশ ধান (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম আজম সুমন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৩০০ জন কৃষকের প্রতিজনকে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে টিএসপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video