ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ২৫, ০৩:৪৭ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণমূলক সংগঠন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়া এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, কেক কাটা এবং প্রীতিভোজের মাধ্যমে উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার থানা সদর একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সার্জেন্ট অফ মুহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট অফ কাজী ইমাম হোসেন এর সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন চীফ পেটি অফিসার ওসমান গণি চৌধুরী, মাস্টার চীফ পেটি অফিসার বিশ্বজিৎ বড়ুয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সার্জেন্ট অফ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল বখতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দানেশ আলী, সহ-সভাপতি সুশীল বড়ুয়া, সদস্য সিরাজুল কাদের, সেকান্দর চৌধুরী, এল/আরইএন রেজাউল করিম, মুহাম্মদ আক্তার হোসেন, সার্জেন্ট অফ জসিম উদ্দিন, রফিক উদ্দিন, আব্দুস সালাম, আমিনুল হক, ল্যান্স কর্পোরাল বদিউল আলম, সার্জেন্ট অফ ইসলাম, মহরম আলী, আইন উপদেষ্টা এড. ইলিয়াস, তিলক বড়ুয়া, সার্জেন্ট অফ মঈন, উছামু চাকমা, থোয়াইনু চাকমা, রঞ্জিত বড়ুয়া, এবং মাহাবুব দুলাল প্রমুখ।

আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়ার বর্তমান কমিটির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করা হয় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে। পরে কেক কেটে সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং প্রীতিভোজে অংশগ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাফেল ড্র'র মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video