ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ার ইসলামপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ০৫, ০৪:০১ অপরাহ্ন
#

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর গোল মোহাম্মদপাড়া ও কবির আহমদ পাড়ার উদ্যোগে ইসলামপুর চ্যালেঞ্জারের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে ফিতা কেটে এবং গোলবারে বল মেরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল, অর্থ সম্পাদক ইউছুপ কামাল, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-তথ্য বিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ বিন ওমর, সমাজসেবক ডা. মাহবুব আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ লোকমান, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন এবং ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ লোকমান। খেলায় মোট ১৬টি দল অংশ নেয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video