ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজান পৌরসভার উৎপাদিত ব্ল্যাক সোলজার (জৈব সার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হস্তান্তর

রাউজান প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ৩০, ০৭:০২ অপরাহ্ন
#

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার বিশেষ প্রকল্পের আওতায় উৎপাদিত ব্ল‍্যাক সোলজার (জৈব সার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হস্তান্তর করেছে রাউজান পৌরসভা।

২৯ মে বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হল প্রাঙ্গনে এই ব্ল‍্যাক সোলজার (জৈব সার) হস্তান্তর করেন প্রকল্পটির উদ‍্যোক্তা ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পরিস্কার, পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভার গড়ার দৃঢ় প্রত‍্যয়ে অপচনশীল আবর্জনা ও প্লাস্টিক রিসাইকেলিং পক্রিয়াজাত প্রকল্প গ্রহণ করি। আপচনশীল আবর্জনা থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই দ্বারা মাছ, হাঁস-মুরগীর খাদ্য উৎপাদনের পাশাপশি জৈব সার উৎপাদন হচ্ছে। উৎপাদিত জৈব সার উপজেলার কৃষি বিভাগকে হস্তান্তর করেছি।

জৈব সার গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবির। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, রাউজান পৌরসভা কর্তৃপক্ষ কৃষি অধিপ্তরকে ২৫০০ কেজি জৈব সার প্রদান করে। কৃষি খাতে উন্নয়নর লক্ষে এসব সার প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ২২৫জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজিব কুমার সুশীল, পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ, প্রকল্পের দায়িত্বে থাকা মোহাম্মদ সালাহ উদ্দিন, রনজিত কুমার বড়ুয়া, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, নকিব সিদ্দিকী প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video