রাউজান উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম পূর্ব আধারমানিক নতুন বাজার চৌধুরী বাড়ির সন্তান, বাংলা আমেরিকা বৌদ্ধ ফেলোশিপ ও সম্বোধি বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পণ্ডিত ড. লোকানন্দ সি মহাথের স্মরণে সংঘদান, অষ্টপরিস্কার দান ও স্মৃতিচারণ সভা ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হয়।
দুই পর্বের এই ধর্মসম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী ভদন্ত রতনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে আসন গ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।
প্রথম পর্বের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ধর্মদূত ভদন্ত সোবিতানন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক সংঘানন্দ মহাথের।
আলোচক হিসেবে বক্তব্য দেন লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অমিতাভ চৌধুরী।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাথের। দ্বিতীয় পর্বের শুভ উদ্বোধন করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রকল্প সচিব ভদন্ত শাসনরক্ষিত মহাস্থবির।
প্রধান জ্ঞাতি হিসেবে ধর্মদেশনা দেন সাধকপ্রবর জিনানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এস. লোকজিৎ মহাস্থবির। বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের যুগ্ম সম্পাদক ভদন্ত শাসনশ্রী মহাস্থবির ও বিপুলসেন মহাস্থবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভদন্ত এস. জ্যোতিশ্রী থের ও শিমুল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কর্মবীর ধর্মবংশ মহাস্থবির, ভদন্ত জ্যোতিসেন থের এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য অধ্যাপিকা ববি বড়ুয়া।
দিনব্যাপী এই ধর্মসম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া। স্বাগত ভাষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান চিকিৎসক ডা. অরুণ কান্তি চৌধুরী।
পণ্ডিত ড. লোকানন্দ সি মহাথেরের কর্মময় জীবনের বিশেষ প্রতিবেদন প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী সাংবাদিক অসীম বিকাশ বড়ুয়া, অ্যাডভোকেট রেবা রানি বড়ুয়া এবং রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সমাজসেবক অনিল কান্তি বড়ুয়া।
মন্তব্য করুন