ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৮ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রমজানের প্রথম দিনে রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ০৩, ০৫:০৭ অপরাহ্ন
#

পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ২রা মার্চ, রোববার বিকালে রাউজান উপজেলার ফকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

অভিযান পরিচালনাকালে রাউজান থানার এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় ফকিরহাট বাজারের কয়েকটি দোকানে মূল্যতালিকা না রাখা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীকে ৫টি মামলায় মোট ৫,৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশক্রমে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু মজুতদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video