ঢাকা , মঙ্গলবার, ২০২৫ আগস্ট ০৫, ২১ শ্রাবণ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

মৃত্যুশূন্য দিনে করোনায় চট্টগ্রামে আক্রান্ত ৯৭ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ Jun ০৫, ১২:৩৭ অপরাহ্ন
#
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৯৭ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৯৬০ জনে। শনিবার (৫ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৯১ নমুনা পরীক্ষায় ৯৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৫ ও উপজেলার ৫২ জন। জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে শেভরণ হাসপাতাল ল্যাবে নয়জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video