ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

মাওলানা আবুল হাশেম আলকাদেরীর তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন ওরশ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২৭, ১১:৫৪ পূর্বাহ্ন
#

ফটিকছড়ির জাফতনগর জাহানপুরের হযরত আবিদ শাহ (রহ.)'র আস্তানা শরীফের ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) ওরশ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এবং মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আলকাদেরীর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওরশ শরীফ উপলক্ষে বাদ ফজর খতমে কুরআন, খতমে গাউছিয়া এবং খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। বাদ এশা মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জালাল উদ্দীন, মাওলানা রিদোয়ানুল হক, মাওলানা শফিউল আজম, হাফেজ ইমরান হোসেন এবং হাফেজ ওসমান।

মিলাদ কিয়াম শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আলকাদেরী। পরে তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video