ফটিকছড়ির মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীনে দপ্তরে গাউছুল আজম আওলাদে রাসুল (দঃ) শাহছুপী সৈয়দ ওসমান কাদের মাইজভাণ্ডারীর পক্ষে তার শাহাজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী (মাঃজিঃআ)'র উদ্যোগে মাইজভাণ্ডারী তরিকার অন্যতম অনুঘটক দপ্তরে গাউসুল আজম মাইজভান্ডারি, কুতুবুল ইরশাদ হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) প্রকাশ ছোট মাওলানা সাহেব কেবলার ১১৯তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে মাইজভাণ্ডার শরীফে (১০ ডিসেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, মাজার শরীফ গোসল, মাজারে পূস্পমাল্য অর্পণ, জিকির, মিলাদ মাহফিল, কিয়াম, দোয়া মোনাজাত, অসহায় মানুষের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ, ছেমা মাহফিল। পবিত্র ওরশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ওরশ শরীফে আখেরী মোজানাত পরিচালনা করেন সাজ্জাদানশীনে দপ্তরে গাউসুল আজম আওলাদে রাসুল (দঃ) শাহছুপী সৈয়দ ওসমান কাদের মাইজভাণ্ডারীর একমাত্র শাহাজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী (মাঃজিঃআ)। আখেরি মোনাজাত শেষে আগত সকল ভক্তবৃন্দের মাঝে উন্মুক্ত তাব রুক বিতরণ করা হয়।
মন্তব্য করুন