কাজী মশিউর ও তার সহযোগিদের গ্রেফতারের দাবি জানিয়েছে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকাবাসী। এলাকবাসী পক্ষে বাংলাদেশ অাওয়ামীলীগে জঙ্গল ছলিমপুর(ছিন্নমুল) এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুর ইসলাম সরকারের বিভিন্ন দপ্তর (এমপি, জেলা প্রশাসক, দূর্নীতি দমন কমিশন, পরিবেশ অধিদপ্তর,পুলিশ কমিশনার, র্যাব-৭ ও পুলিশ সুপার,চট্টগ্রাম) এ লিখিত অভিযোগ করেন।
অভিযোগের কপি ২৪টিভিডটকমডটবিডি এর হাতে এসেছে।

পাঠকদের জন্য লিখিত অভিযোগ টি তুলে ধরা হলো-
সীতাকুন্ড তথা উত্তর জেলা শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, হকার মশিউর পিতা-মৃত হাসান আলী সীতাকুন্ড চট্টগ্রাম ২০০০ সালে খুলনা থেকে চট্টগ্রাম এসে চট্টগ্রাম মহানগর সংগ্রাম পরিষদ সরকারি পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রি করে কোটিপতি । তার নেতৃত্বে প্রায় এক হাজার একর পাহাড় কেটে ঘর-বাড়ি নির্মাণ করা হয়। প্রতিবছর ভূমি দসে জঙ্গল সলিমপুর ছিন্নমুলে প্রাণহানি ঘটে এবং পরিবেশের বিপর্যয় ঘটে। তার রয়েছে বিশাল ক্যাডারবাহিনী যাদেরকে দিয়ে এশিয়ান হাইওয়ে রোড আরেফিন নগর (উইমেন ইউনিভার্সিটি গেট থেকে প্রায় পাঁচ কিলোমিটার পাহাড়বেষ্টিত তার নিয়ন্ত্রিত এলাকা।
সেখানে বাংলাদেশের প্রশাসনিক নিয়ম-নীতির তোয়াক্কা করে না। নিজেদের তৈরি আয়না দিয়ে পরিচালিত হয় উক্ত এলাকা। তার স্ত্রী ৩ছেলে ও মেয়ের নামে ক্রয় করেছে চট্টগ্রাম শহরের বায়েজিদ, হালিশহরে বাড়ি। ছিন্নমূল এলাকায় রয়েছে দুটি বাড়ি। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ব্যবসার আড়ালে রয়েছে চাঁদাবাজি, দখলবাজি ব্যবসা। ছিন্নমূল এলাকার পাহাড় নিয়ন্ত্রণে রয়েছে আলাদা বাহিনী। ভূমিদস্যু এমদাদ, সিলেটি
আমিন, আহমদ বাবুর্চি, কসাই
জসিম, কল্লাকাটা জাহাঙ্গীর, মীর আরমান, ইয়াবা শিবলী, পিস্তল আলামিন, জামাই কাউসার, চশমা মিজান, গিট্টু জাহাঙ্গীর, বার্মা সায়েম, কালা মানিক এরা প্রত্যেকে একসময় হোটেল বয়,
দিনমজুরের কাজ করত। বর্তমানে সরকারি পাহাড় বিক্রয়, প্লট বিক্রয় করে বনে যায় কোটিপতি। একদিকে আমাদের পরিবেশ ভারসাম্য নষ্ট করেছে তেমনি সরকারি সম্পদ আত্মসাৎ করেছে এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে জীবনে নেমে আসে অন্ধকার। স্ত্রী-সন্তান ধর্ষণসহ হত্যা করে এবং ভিটেমাটি থেকে উচ্ছেদ করে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এই যেন এক অন্য সম্রাজ্য। তাদের প্রত্যেকের রয়েছে ২০/২৫ করে মামলা।
হকার মশিউর ও তার বাহিনীর বিরুদ্ধে যে সকল থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং তার মামলা নাম্বার ধারা তার বিরুদ্ধে যে সকল থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং তার মামলা নম্বর ও ধারাঃ
এমতাবস্থায় পাহাড় কর্তন ও ভূমিধস বন্ধে প্রয়োজনে দেশের আইন শাসন ও ন্যায়বিচার এ বিবেচনায় উক্ত এলাকার ১লক্ষ মানুষের জান-মাল ও মৌলিক অধিকার, নিরাপত্তার কথা বিবেচনা করে উক্ত বাহিনীর প্রধান ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য মহোদয়ের নিকট আকুল আবেদন করছি।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে
মোঃ ইসমাইল
সাধারণ সম্পাদক
নুর ইসলাম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ
জঙ্গল সলিমপুর( ছিন্নমূল)
মন্তব্য করুন