ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ৩, আহত ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জানুয়ারী ২১, ০৩:৫০ অপরাহ্ন
#
বান্দরবানের থানচি উপজেলার ওয়াক চাককু পাড়া এলাকায় চাঁদের গাড়ি খাদে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছে, এসময় আহত হয়েছে ৫ শ্রমিক। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে সাড়ে ১০ টার দিকে থানচি বাজার থেকে ৩ কিলোমিটার দূরে ওয়াক চাককু পাড়া এলাকায় চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নিহত ও আহত হওয়ার এই ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একজন নিহতের নাম পাওয়া গেলে অন্যদের নাম পাওয়া যায়নি। নিহত হলেন, লাল চিন এল বম (২২)। সে উপজেলার বাকলায় পাড়ার বাসিন্দা। এই ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তাদেও অবস্থা আশঙ্কাজনক। এদিকে পর্যটন মৌসুম হওয়ার কারনে এই দূর্ঘটনায় কোন পর্যটক নিহত হয়েছে কিনা এই বিষয়ে জেলার সংবাদকর্মীদের দূর-দূরন্ত থেকে ফোন করেন বান্দরবানের ভ্রমনে আসা পর্যটকদের স্বজনরা।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video