ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ০৫, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

বাজালিয়ায় ছাত্রলীগের ফ্রি করোনা টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্পে মানুষের ভীড়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ২৬, ১১:৩৪ অপরাহ্ন
#
ছবি : সংগৃহীত।

সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ শেরে বাংলা উচ্চ বিদ্যালয় পাশে দোকান সংলগ্ন এলাকায় দিনব্যাপী বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের ব্যবস্থাপনায় অনলাইন ফ্রি করোনা টিকা রেজিষ্ট্রেশন করা হয়। 

এসময় স্থানীয় কৃষক,ব্যবসায়ী, শ্রমিক,দিনমজুর সহ নানা শ্রেনী পেশার মানুষের ভীড় ছিলো লক্ষনীয়।

সোমবার (২৬ জুলাই) সকালে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি  গিয়াস উদ্দিন সজীবের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় দিনব্যাপী এ ক্যাম্প পরিচালনা করা হয়। 

জাহাঙ্গীর আলম জানান, দিনব্যাপী এ ক্যাম্পে আমরা সর্বমোট ৪৫১ জনকে টিকা রেজিষ্ট্রেশনের আওতায় আনতে সক্ষম হয়েছি।  এটি আমাদের ক্যাম্পের সর্বোচ্চ সংখ্যক রেজিস্ট্রেশন। বিকাল ৩ টা থেকে আমরা কার্যক্রমের শুরু করি, সন্ধ্যা ০৭ টা পর্যন্ত করার সিদ্ধান্ত থাকলেও বিকালের পর থেকেই রেজিষ্ট্রেশনের করতে আসা মানুষের ভীড় এবং চাপের কারণে রাত ১০ টা পর্যন্ত রেজিষ্ট্রেশনের ক্যাম্প পরিচালনা করতে হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে মানুষকে সেবার আওতায় আনার চেষ্টা করেছি।

এসময় ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শনে আসেন বাজালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম,  বাজালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ মহিম উদ্দিন সহ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন সাকিব,সাজিদ ইলিয়াছ পাভেল,মোঃ মিজানুর রহমান,নুরুল ইশতিহাক অপি,আসিফ জুয়েল সহ প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video