ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে যুবদলের অবস্থান কর্মসূচি পালিত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৪ নভেম্বর ১১, ০২:৪৫ অপরাহ্ন
#

আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে সারাদেশের ন্যায় বাঁশখালীতেও অবস্থান কর্মসূচি পালন করেছে বাঁশখালী উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) উপজেলা পরিষদের প্রধান গেইটে অবস্থান কর্মসূচি পালন উপলক্ষে পথসভায় বক্তব্য রাখেন, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মহসিন চৌধুরী, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ রাসেল চৌধুরী।

উপজেলা যুবদল সংগঠক মোঃ মামুনুর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ ছগীর, সাবেক ইউপি সদস্য মোঃ ওসমান। এসময় উপস্থিত ছিলেন, মোঃ জুনায়েদ সিকদার, মোঃ রিদুয়ান সিকদার, মোঃ হামিদ সিকদার, মোঃ আবু তাহের, মোঃ হেলাল উদ্দিন, মোঃ অহিদুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, মোঃ রাশেদ, মোঃ জালাল উদ্দীন, মোঃ আলমগীর সুমন, মোঃ পারভেজ,মোঃ আজমগীর, মোঃ রিদুয়ান, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ তাহের, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নেছারসহ বাঁশখালী যুবদলের বিভিন্ন বিভিন্ন নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচি পালনকালে নেতারা বলেন, জুলাই - আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার  আন্দোলনের সময় গণহত্যা, মিথ্যা মামলা, সাড়ে ১৬ বছর যাবত আওয়ামী স্বৈরশাসকের আমলে খুন, গুম, জুলুম, নির্যাতন, দমন -নিপীড়ন চালিয়ে পুরো দেশকে খুনের রাজ্যে পরিণত করেছিল তৎকালীন আওয়ামী সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবে  দেশত্যাগ করে ভারত পালিয়ে যাওয়া আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে বিভ্রান্তি ছড়িয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভ্রান্তি ছড়িয়ে দেশের সহজ সরল মানুষদেরকে ধুঁকা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। তাই আওয়ামী লীগের দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের বিভিন্ন জেলা-উপজেলার ন্যায় এঅবস্থান কর্মসূচি পালন করছে  বাঁশখালী উপজেলা যুবদল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video