বাঁশখালীতে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : সোমবার, ২০২১ ফেব্রুয়ারী ২২, ০৫:৪০ অপরাহ্ন
#
বাঁশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা পুকুরিয়া ১৪নং মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় হাটহাজারী আলোকন ক্রিড়া সংঘ ১১রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় কিষোয়ান স্পোটিং ক্লাব।কিষোয়ান স্পোটিং ক্লাব প্রথম ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে,জবাবে ব্যাট করতে নেমে হাটহাজারী আলোকন ক্রীড়া সংঘ ৯ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে।এতে কিষোয়ান স্পোটিং চ্যাম্পিয়ান হয়।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী-লীগের শ্রম-বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক এর ব্যাবস্থাপনা পরিচালক এ,বি,এম মোকাম্মেল হক চৌধুরী আলাল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল বশর,মাহবুব আলী খান, আমজাদ হোসাইন,ফরিদ আহমদ,মোহাম্মদ মহিউদ্দীন,
আব্দুল কাদের,আয়োজক কমিটির পক্ষে কফিল উদ্দীন,ফরহাদ হোসাইন,
মাহফুজুল হক,আব্দুল কায়েম,জিয়াদ সিকদার,নুর মোহাম্মদ,মোঃ হামিদ সহ প্রমুখ।
খেলায় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি+ প্রাইজ মানি তুলে দেন এ,বি,এম মোকাম্মেল হক চৌধুরী আলাল।
মন্তব্য করুন