চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী ও নাশকতা মামলার এক আসামীসহ দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মনকিরচর এলাকার মো. মোস্তফার পুত্র সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আব্দুর রহিম প্রঃ রহিম মেম্বার (৪০)। অপরজন হলো- একই উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর ৯ নং ওয়ার্ড এলাকার মোঃ কাঞ্চন এর পুত্র নাশকতা মামলার আসামি মোঃ রহিম (৩৮)।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় বাঁশখালী থানা পুলিশ এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই মোরাদ হোসেন, এএসআই আজিজুর রহমান, এএসআই আকবর মিয়া সিকদার সঙ্গীয় ফোর্সসহ মনকিরচর এলাকায় অভিযান পরিচালনা রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩ ঘটিকার সময় দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত এ আসামীকে গ্রেফতার করা হয় এবং এসআই শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে গুনাগরী খাসমহল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামি মোঃ রহিমকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহিম মেম্বার এবং গুনাগরী এলাকা থেকে মোঃ রহিম নামে নাশকতা মামলার এক আসামীসহ দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাকারীদের একের পর এক গ্রেফতার করে আইনের আওতায় আনা ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ধারাবাহিকভাবে সফল অভিযান অব্যাহত রাখায় এখন বিভিন্ন মহলে প্রশংসায় ভাসছেন (ওসি) সাইফুল ইসলাম।
মন্তব্য করুন