বাঁশখালীতে দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে এক ভুক্তভোগী পরিবারের অন্তত অর্ধশতাধিক গাছপালা কেটে ব্যাপক ক্ষতিসাধন করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বাহারচড়া ইউনিয়নের রত্নপুর ৩ নং ওয়ার্ড এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু ছালেক, সোলতান কবির, ফজলুল কাদের, ছেনোয়ারা, রাশেদা বলেন, একই এলাকার আব্দুস শুক্কুর, আব্দুল গফুর ও আব্দুস সোবহান গংরা দেশীয় তৈরি দা, কিরিচ নিয়ে রাতের আঁধারে আমাদের বসতভিটার ঘেরাবেড়া ও আম গাছ, কাঁঠাল,জামগাছ ও সুপারি গাছসহ অন্তত অর্ধশতাধিক গাছপালা কেটে ফেলেছে, ইতঃপূর্বেও প্রতিপক্ষের লোকজন ভুক্তভোগী পরিবারের উপর হামলার ঘটনা ঘটিয়েছে, গত নভেম্বর মাসে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী আবু ছালেক বাদী হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে পুনরায় গাছপালা কেটে ভুক্তভোগী পরিবারের ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সোলতান কবির।
অপরদিকে বিবাদী পক্ষের লোকজন জানান, এবিষয়ে আমাদের পক্ষ থেকেও আবু ছালেক গংদের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে। দুপক্ষের মামলা বর্তমানে চলমান রয়েছে, পুনরায় গাছপালা কাটার অভিযোগটি সঠিক নয় বলেও দাবি করেন তারা।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকেরা গাছপালা কেটে ক্ষান্ত হননি। তাদের লোকজন আমাদেরকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়াতে প্রাণ বাঁচাতে আত্মীয় স্বজনদের ঘরে ঘরে গিয়ে রাত পোহাচ্ছি, এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এ ভুক্তভোগীরা।
এবিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল মাহমুদ জানান, দুপক্ষের দায়েরকৃত মামলা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গাছপালা কাটার ঘটনার বিষয়ে আবু ছালেকের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ দুলাল।
মন্তব্য করুন