বাঁশখালীতে একাধিক মামলার আসামি বৈলছড়ীর সিরাজুল ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার কালীপুরের গুনাগরী এলাকা তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মো. সিরাজুল ইসলাম উপজেলার বৈলছড়ী ইউপির চেচুরিয়া ৮ নং ওয়ার্ড এলাকার মো. ওয়াজেদ আলির পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈলছড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম একাধিক মামলার আসামি হলেও তৎকালীন আওয়ামী সরকারের আমলে এলাকার বিভিন্ন নিরীহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে নানা হয়রানি করে আসছিল। এছাড়াও জুলাই -আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নিয়ন্ত্রণাধীন দলীয় বাহিনী নিয়ে বাঁশখালীতে ছাত্র-জনতার বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করেছিল। সে একাধিক মামলার এজাহার নামীয় আসামি বলেও সূত্রে জানা গেছে। গ্রেফতাররে সত্যতা নিশ্চিত করেছে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ইন্সপেক্টর তপন কুমার বাকচী।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, সিরাজুল ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে এজাহার নামীয় আসামি বলেও জানান তিনি।
মন্তব্য করুন