বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা শিবির পশ্চিম শাখার উদ্যোগে বাঁশখালীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালী থানা সংলগ্ন জি.এস. প্লাজা থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে পৌরসভার মিয়ার বাজারে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা শিবির পশ্চিমের সভাপতি আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবির পশ্চিমের সেক্রেটারি ফরহানুর রহমান জাহিন।
জেলা পশ্চিম শিবিরের অফিস সম্পাদক সারতাজ আরেফীন ফাহিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা পশ্চিম শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সালাউদ্দীন।
উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, মাদরাসা ও মানবাধিকার সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম মুকুল, স্কুল-কলেজ সম্পাদক মুহাম্মদ আমির উদ্দিন, প্রকাশনা সম্পাদক শোয়াইব মোরশেদসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও হাজারো কর্মী।
মন্তব্য করুন