ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

ফের কাপ্তাই লেকে অভিযান: ২০০০মিটার কারেন্ট জাল ও ৭টি রিং জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই (রাঙামাটি)
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ৩০, ০৭:২০ অপরাহ্ন
#

রাঙামাটির কাপ্তাই লেকে কাপ্তাই  মৎস্য অধিদপ্তর ও বিএফডিসি এর সমন্বিত অভিযানে কাপ্তাই লেক  হতে ২০০০মিটার কারেন্ট জাল ও ৭ টি রিং জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার( ৩০ মে) সকাল ৯:০০ টা  হতে বিকাল ৫টা পর্যন্ত কাপ্তাই  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  আরিফুর রহমান এর নেতৃত্বে কাপ্তাই লেকের জেটিঘাট এলাকা  হতে বিলাইছড়ি উপজেলা ঘাট  পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে   নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করার সময়  কাপ্তাই লেকে  এই  অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি আরোও বলেন  অভিযানে নিষিদ্ধ ২ হাজার মিটার কারেন্ট জাল ও ৭টি রিং জব্দ করা হয়, যার  আনুমানিক মূল্য ৩৭০০০০টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালগুলি বিকাল ৫:৩০টায় কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার শহীদ শামসুদ্দীন ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময়  সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর   উপ-কেন্দ্র প্রধান  মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রুহুল আমীন, উদ্যানতত্ত্ববিধ রাশিদুজ্জামান ইমরান সহ  উপ-কেন্দ্রের কর্মচারীগণ ও নৌপুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video