ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় অগ্নিকাণ্ড, পুড়ল সাত দোকান

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১১, ১১:৫৪ পূর্বাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচ দিনের ব্যবধানে সাতটি দোকান পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটায় উপজেলার কাজিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—কাশেমের তেলের দোকান, ইদ্রিস সওদাগরের মুদি দোকান, বাহাদুরের ফুল দোকান, বেলালের ফুল দোকান, ইলিয়াসের সাইকেল দোকান, জয়নালের চা দোকান এবং আকিবের ফার্মেসি।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশেমের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে সাতটি দোকান পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি একই বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video