ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ২৩, ০৬:৪৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা এবং ৪১ শত পিস পিপি ব্যাগ জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে নাজিরহাট ও বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পিপি ব্যাগ ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেসার্স গরিবের নেওয়াজ অটো রাইস মিল এবং মেসার্স জনতা অটো রাইস মিল নামক দুই প্রতিষ্ঠানকে পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন, ২০১০-এর ১৪ ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়।

মেসার্স গরিবের নেওয়াজ অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৬০০ পিস পিপি ব্যাগ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

অপরদিকে, মেসার্স জনতা অটো রাইস মিলকেও একই আইনে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ প্রতিষ্ঠান থেকে ৩৫০০ পিস পিপি ব্যাগ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video