ফরহাদাবাদ দরবার শরীফের পীর ও অলিয়ে কামেল হযরত মাওলানা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (রহ.)'র বড় জামাতা, পূর্ব ধলইস্থ লুৎফুদ্দীন জামেউল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ধলই সোনাইরকুলস্থ কুতুব চৌধুরী জামে মসজিদের খতিব, মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, পূর্ব ধলইয়ের প্রবীণ আলেমে দ্বীন, অছিয়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), শাহানশাহ মাইজভাণ্ডারী (ক.) ও মুফতিয়ে আজম আমিনুল হক ফরহাদাবাদী (ক.)'র সোহবতপ্রাপ্ত, খলিফায়ে ফরহাদাবাদ দরবার শরীফ পীরে ত্বরীকত মাওলানা সৈয়দ শফিউল বারী (রহ.) গত মঙ্গলবার রাত ৩:৪৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদে আসর কাটিরহাট উচ্চ বিদ্যালয় ময়দানে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী, সৈয়দ হাসান ফরহাদাবাদী, সৈয়দ হোসাইন ফরহাদাবাদীসহ আওলাদে ফরহাদাবাদী, খোলাফায়ে ফরহাদাবাদ দরবার শরীফ, রহুল ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শফিউল বশর নঈমী ও আওলাদবৃন্দ, হারুয়ালছড়ি দরবার শরীফের হযরত জাফর সাদেক আহাদী, হযরত বোরহান উদ্দীন শফিউল বশর ও আওলাদবৃন্দ, মির্জাপুর দরবারের আওলাদবৃন্দ, হাশেমিয়া-রহমিয়া দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত হযরত কাজী মোদাচ্ছের হাশেমী, আঞ্জুমান ও গাউসিয়া কমিটির মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, ওলামায়ে আহলে সুন্নাত মুফতি খোরশেদ আলম রেজভী, অধ্যাপক আব্দুর রহিম মুনিরী, মাওলানা হাসান মুনিরী, মাওলানা নুরুল আবছার শরীফ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ধলই ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব, দরবার ভিত্তিক বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং ধলই ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসী।
হুজুরের ইন্তেকালে গাউসিয়া হক মঞ্জিল, আঞ্জুমানে আমিনিয়া ফয়জিয়া, আল্লামা ফরহাদাবাদী একাডেমি, আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদ, আল্লামা ফরহাদাবাদী ও আল্লামা শেরে বাংলা তরুণ পরিষদ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলসহ গাউসিয়া হক কমিটির বিভিন্ন শাখা সংগঠন, গাউসিয়া কমিটির বিভিন্ন শাখা সংগঠন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা এবং ধলই ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দরবারী ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেন।
মন্তব্য করুন