নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : রবিবার, ২০২০ জুলাই ১২, ০৭:০৮ অপরাহ্ন
#
চট্টগ্রামের পাহাড়তলীতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য তৈরি ও বাজারজাতের দায়ে বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট নামের একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম নগর শাখার তথ্যের ভিত্তিতে রোববার (১২ জুলাই) দুপুরে বশির শাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়জুল্লাহ।
অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও চিপস তৈরির মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানাটি প্রাণের ডিং ডং চিপসের মোড়ক ব্যবহার করে নকল চিপস তৈরি করছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়জুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটি বিষাক্ত ক্যামিকেল দিয়ে শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করছে। খবর পেয়ে আমরা কারখানাটিতে অভিযান চালিয়েছি। এছাড়া কারখানা ও পণ্যের কোনো অনুমোদন নেই। তাই কারখানাটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন