ঢাকা , শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

পরলোকে শিক্ষক সুলাল কান্তি বড়ুয়া, আজ শেষকৃত্য

রাউজান প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ আগস্ট ২০, ০১:১৫ অপরাহ্ন
#

চট্টগ্রাম রাউজান উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত  শিক্ষক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী,  বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের প্রয়াত লব কিশোর বড়ুয়া ও প্রয়াতা মণি প্রভাবড়ুয়ার ২য় সন্তান, কামিনী মাষ্টারের বাড়ি সূর্যধন বিহারের ধর্মপ্রান উপাসক শিক্ষক ও সংগঠক সুলাল কান্তি বড়ুয়া গতকাল রাত আনুমানিক ৯.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন । জানা যায়  চট্টগ্রাম শহরস্থ বাসায় স্ট্রোক করলে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।

আজ মঙ্গলবার বিকাল দুই ঘটিকায় প্রয়াত সুলাল কান্তি বড়ুয়ার নিজ জম্মজনপদ বুহত্তর হোয়ারাপাড়া গ্রামে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে । সদা হাস্যজ্বল এই প্রিয় শিক্ষকের মৃত্যুতে প্রিয় ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি প্রকৌশলী অমর বড়ুয়া লিটন সাধারন সম্পাদক শিক্ষিকা উর্মি  বড়ুয়া ,সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, শিক্ষক বাবুল কান্তি পারিয়াল, প্রকৌশলী লিটু বড়ুয়া, কর্মাশিয়াল অফিসার সজিব কুমার বড়ুয়া,প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, অবসর প্রাপ্ত সেনা সদস্য শ্যামল বড়ুয়া, জয়মালা বড়ুয়াসহ বিদ্যালয়ের ৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং সত্যিকারের একজন গুনী শিক্ষক ছিলেন । তারা আরো বলেন আজ স্যারকে হারিয়ে আমরা যেন এক সত্যিকারের অভিভাবককে হারালাম ।  
মৃত্যুকালে তিনি স্ত্রী একপুত্র-পুত্র বধু ,এক কন্য সন্তান নাতী নাতনী সহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video