বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার পদোন্নতি পাওয়ায় বাঁশখালী থেকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত অতিথি ও সদ্য নিয়োগ প্রাপ্ত কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু সালেক এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, পল্লীবিদ্যুতের ডিজিএম রিশু কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুপন নন্দী, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইউসুফ উদ্দীন,পল্লি সঞ্চয় ব্যাংক ম্যানেজার জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়ার মোহাম্মদ, নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার, বন বিভাগ ইকোপার্ক রেঞ্জ অফিসার আনিসুজ্জামান শেখ, উপ-সহকারী প্রকৌশলী লিপটন ওম, মাস্টার জসিম উদ্দিন, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, দৈনিক জনবাণী প্রতিনিধি মোহাম্মদ এরশাদসহ বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন