ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় মহামারি আকারে গরু চুরি: দুই মাসে ১০০ গরু খোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ১৬, ১২:০০ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়ায় মহামারি আকারে বৃদ্ধি পেয়েছে গরু চুরি। প্রশাসনের চোখকে পাখি দিয়ে রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র খামারিদের গরু চুরি করে নিয়ে যাচ্ছে প্রায় প্রতিদিন। গত দুই মাসে এই উপজেলায় প্রায়  ১০০টিরও বেশি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র।

সর্বশেষ রোববার দিবাগত গভীর রাতে কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ায় খামারি মিজানুর রহমানের গোয়াল ঘরের  তালা ভেঙে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

খামারি মিজানুর রহমান জানান, পেছনের দরজার তালা কেটে চোররা গরুগুলো নিয়ে যায়। তার অভিযোগ, সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয়তায় এর আগেও পটিয়ায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এমন হলে আমরা খামারিরা গরু পালনে পিছিয়ে যাব।

এ বিষয়ে পটিয়া থানার এসআই নয়ন চাকমা জানিয়েছেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video