ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় তারুণ্যের উৎসবে বিএনপি নেতাদের দ্বন্দ্বে বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ০৭, ১২:৫৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতৃবৃন্দ ও সমন্বয়কদের দ্বন্দ্বে পণ্ড হয়েছে তারুণ্যের উৎসব।

সোমবার বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। জানা যায়, ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

অভিযোগ উঠেছে, অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ দখল করে নেন বিএনপির নেতা-কর্মীরা। ছাত্র প্রতিনিধিদের বসানো হয় দর্শকদের সারিতে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়ন নামের পটিয়া উপজেলা ছাত্রদলের এক নেতা। সঞ্চালনার এক পর্যায়ে ছাত্রদল নেতা নয়ন নিজেকে সমন্বয়ক দাবি করে সভাস্থলে কোনো ছাত্র প্রতিনিধি নেই বলে উল্লেখ করেন। এতে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান ত্যাগ করেন। পরে তারুণ্যের উৎসব অনুষ্ঠান আর অনুষ্ঠিত হয়নি।

অনুষ্ঠান পণ্ড হওয়ার পর বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, "ইউনিয়ন পরিষদের সমন্বয়হীনতার কারণে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ছাত্ররা অনুষ্ঠানে আসবেন, এই বিষয়ে আমরা অবগত ছিলাম না, তাই মঞ্চে আমাদের নেতৃবৃন্দ বসে পড়েছিলেন। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমরা অনুষ্ঠান বয়কট করেছি।"

ছাত্র প্রতিনিধি তালহা রহমান বলেন, "ছাত্রদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় আমরা প্রোগ্রামের স্থান ত্যাগ করি।" এ বিষয়ে ৯ নং জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সচিব নয়ন ভট্টাচার্যের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video