ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ১২:২০ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়ায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন করার অপরাধে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে পটিয়া থানাধীন রশিদাবাদ আব্দুল মোতালেব চৌধুরী জামে মসজিদ সংলগ্ন মালেকশাহের জমিতে অবৈধভাবে মাটি কাটার সময় উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে মাটি কাটার অপরাধে স্থানীয় রশিদাবাদ ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবু সৈয়দের ছেলে মো. জামাল উদ্দিনকে পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে আটক জামাল উদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

পটিয়া থানার সেকেন্ড অফিসার আসাদুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে জামাল উদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video