ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ার অভিভাবক শাহনেওয়াজ চৌধুরী মন্টুর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২৯, ০৩:৫৮ অপরাহ্ন
#

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহনেওয়াজ চৌধুরী মন্টুর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রাম পটিয়ার হুলাইন গ্রামে নানা কর্মসূচি পালিত হয়েছে। আয়োজনগুলোতে শোক মিছিল, দোয়া মাহফিল, কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, এবং এতিমদের মাঝে শীতবস্ত্র ও তবারুক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম নেছার, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জিল্লুর রহমান, কলিমউল্লাহ, জমির উদ্দিন চৌধুরী মানিক, রবিউল হোসেন বাদশা, গাজী মনির এবং ফজলুল কাদেরসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, প্রয়াত শাহনেওয়াজ চৌধুরী মন্টু পটিয়ার সার্বিক উন্নয়নের রূপকার ছিলেন। তিনি পটিয়াবাসীর প্রাণের মানুষ ও অভিভাবক হিসেবে সর্বজনপ্রিয় নেতা ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video