ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৭ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, সীতাকুণ্ডে ৩৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ২৫, ০৭:৩৬ অপরাহ্ন
#

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করায় অভিযান চালানো হয়েছে। এ সময় ৩৬০ কেজি মাছ জব্দ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তর এবং কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন ও মৎস্য দপ্তরের ইনুমেরেটর রাসেল দাস প্রমুখ। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাস্টাশিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

কিন্তু নিষেধাজ্ঞা চলাকালে তা উপেক্ষা করে কিছু জেলে মাছ শিকার করছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানে ৩৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দের পর নিলামে সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video