ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

নারীর সাহসিকতার স্বীকৃতি: আনোয়ারায় শ্রেষ্ঠ জয়িতার সম্মান পেলেন জাহানারা বেগম

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ১০, ১২:০৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে  আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ জয়ীতা ও সফল জননী নারী হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন উপজেলার  রায়পুর ইউনিয়নের জাহানারা বেগম।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা মহিলা অধিদপ্তর আয়োজিত জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অফিসার শিরিন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার। 

জানা যায়, আনোয়ারা উপজেলায় এবার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে জাহানারা একজনই নির্বাচিত হয়েছেন। তিনি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাঁড়িয়া পাড়া গ্রামের  আবদুল মোতালেবের সহধর্মিণী । তার দুই ছেলে সন্তান রয়েছে। তার মধ্যে  হারুন ব্যাংকার অন্যজন বিআরটিএ ইন্সপেক্টর  মামুন।

জয়িতা জাহানারা বেগম বলেন, আমি অনেক কষ্ট করে আমার ছেলেদের মানুষ করেছি। তারা দেশের জন্য কাজ করছে। আজকে আমাকে দেওয়া এই সংবর্ধনা সকল নারীকে আরো সাহসী করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video