ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

নব-নির্বাচিত ফটিকছড়ি প্রেসক্লাব কমিটিকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০২, ০৫:০৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর।

১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ফটিকছড়ি সদরস্থ বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, একইদিন দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নব-নির্বাচিত ফটিকছড়ি প্রেসক্লাবের কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়াসহ জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং দেশ ও সমাজ বিনির্মাণে তাদের সহযোগিতা কামনা করেন। এতে প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video