ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ১৬, ৩ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

নববর্ষের সুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানালো রফিকাবাদ বালিকা বিদ্যালয়

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ১৫, ১১:১৩ পূর্বাহ্ন
#

রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে স্কুল মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইদ্রিস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা জজ ও দায়রা আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট কে.আর.এম খায়রুদ্দিন মাহমুদ চৌধুরী, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, বিদ্যালয়ের দাতা সদস্য কে.আর.এম জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, দাতা সদস্য কে.আর.এম শরফুদ্দীন মাহমুদ চৌধুরী, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, সমাজসেবক মনছুর চৌধুরী, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম চৌধুরী শাবু এবং ইব্রাহীম চৌধুরী।

উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরেশ কান্তি সাহা। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন চন্দনা রানী বড়ুয়া, রফিকুল আলম, রহিমা আক্তার, হান্নান আক্তার ও মঞ্জুর হোসাইন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন পরীক্ষার্থী রিশাত করিম রিশা ও ফাতেমা বিনতে হারুন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, উদ্বোধনী সংগীত এবং বাংলা নববর্ষ বরণ উপলক্ষে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video