ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

নবগঠিত দক্ষিণ জেলা বিএনপি কমিটিকে পটিয়া বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৪, ০৪:৩৩ অপরাহ্ন
#

দীর্ঘদিন পর পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উল্লাসের দেখা মিলেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে ঈদ্রিস মিয়াকে আহ্বায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লিয়াকত আলীকে যুগ্ম আহ্বায়ক, মিশকাতুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং লায়ন হেলালকে সদস্য সচিব নির্বাচিত করায় পটিয়ার সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক, মো. ইব্রাহিম, বিএনপি নেতা জিল্লুর রহমান, ইসমাইল চৌধুরী, জাহাঙ্গীর কবির, মুজিবুর রহমান, আবুল কালাম, নাসির উদ্দীন, নুরুল আমিন, ফরিদ উদ্দীন, খোকন মেম্বার, ইদ্রিস পানু, শফিউল আজম, আমির হোসেন, ফজলুল কাদের, জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মনির, পটিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মিশকাত আহমেদ, আবদুল বারেক, বাহাদুর খাদেমীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যে বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী বলেন, "এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে পটিয়ার বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার। আগামী জাতীয় নির্বাচনে পটিয়া আসনে বিএনপিকে জয়ী করতে হলে এখন থেকেই নেতাকর্মীদের কাজ শুরু করতে হবে।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video