ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৮ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

দুই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১১, ০১:০৮ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই দোকানিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ধামাইরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় ফুটপাতের বেশ কিছু দোকান উচ্ছেদ করা হয়।

ইউএনও মাহমুদুল হাসান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি মনিটরিং এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় সংশ্লিষ্টদের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video