হাটহাজারী ও ফটিকছড়ির মানুষের দীর্ঘদিনের দাবি পূর্ণ হয়েছে। এই দুই উপজেলার হাজার হাজার মানুষের পারাপারের একমাত্র ব্রিজ, নাজিরহাট পুরাতন ব্রিজ, হালদা নদীর উপর নির্মিত। এটি ব্রিটিশ আমলের ব্রিজ। কয়েক বছর আগে এই ব্রিজের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং একপর্যায়ে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে ঐ এলাকার জনগণের জন্য অভাবনীয় কষ্ট ও দুর্ভোগের সৃষ্টি হয়। পরে জনগণের দীর্ঘদিনের দাবির মুখে গত ৭-৮ মাস আগে এই ব্রিজ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দ্রুত সময়ে এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ায় জনসাধারণের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।
বিশেষ করে নাজিরহাট কলেজ, নাজিরহাট কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের একমাত্র চলাচলের পথ ছিল এই নাজিরহাট পুরাতন ব্রিজ। এছাড়া ফটিকছড়ি ও হাটহাজারী দুই উপজেলার মানুষের সেতুবন্ধন ছিল এই ব্রিজ। এই দুই জনপদের মানুষের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি দাবি ছিল। পাশাপাশি, নাজিরহাট বাজারের শত শত ব্যবসায়ীর জন্যও এটি ছিল প্রাণের দাবি। পুরাতন ব্রিজ নতুনভাবে নির্মাণ হওয়ায় খুশি হয়েছে সব পেশার মানুষ। বর্তমানে যান চলাচলের জন্য খুলে দেওয়া না হলেও, মানুষ চলাচল করতে পারছেন অনায়াসে।
পুরাতন ব্রিজের পুনর্নির্মাণে নাজিরহাটের উভয় পাশের ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হতে যাচ্ছে। এছাড়া, অসহনীয় এক দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ। শীঘ্রই উদ্বোধনের মাধ্যমে এই ব্রিজ যানচলাচলের জন্য খুলে দেওয়া হবে।
মন্তব্য করুন