ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ১০ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ Jun ২৮, ০১:৪৮ অপরাহ্ন
#
  খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কর্মী ধর্মজয় ত্রিপুরা (২৮) নিহত হয়েছেন। ২৮ জুন (রবিবার), সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্মজয় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বব্রুবাহন হেডম্যান পাড়া গ্রামের বাসিন্দা| স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে ধর্মজয় ত্রিপুরা বাড়ি থেকে বের হলেই সন্ত্রাসীরা তার উপর অর্তকিত গুলি করে। এসময় দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনার খবরটি শুনেছি। পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video